Breaking


Tuesday, March 1, 2022

বর্তমানে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা: প্রফেসর উৎপল মণ্ডল

 


ড. উৎপল মণ্ডল 
প্রফেসর, বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 
utpalnbu@yahoo.com 

বাংলা ভাষা যে আজ গভীর সংকটের সম্মুখীন সে কথাই মাথায় ঘুরছে শুধু, কেননা এই উনিশে মে এই বাংলা ভাষার জন্য ভারতে, আসামের শিলচরে শহীদ হয়েছিলেন এগারো জন, যার মধ্যে একজন নিতান্ত বালিকা -- কমলা ভট্টাচার্য। প্রথম নারী ভাষা শহীদ এবং তা বাংলা ভাষার জন্য। বাংলা ভাষার জন্য প্রথম যে আন্দোলনের সূত্রপাত হয় মানভূম অঞ্চলে ১৯১২ সালে তার ঠিক পঞ্চাশ বছরের মাথায় 1961 সালে ভারতের শিলচরে শহীদ হন ১১ জন। আবার ১৯৫২ তে এই বাংলা ভাষার জন্যই শহীদ হন চারজন বাংলাদেশ এ। প্রতিটি ক্ষেত্রেই, মাঝখানে রয়েছে অনেক ইতিহাস অনেক রাজনীতি, তবু শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জয়ী হয়েছিল আন্দোলন। বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্য তার সমৃদ্ধ সাহিত্য ভান্ডার-- এসব ছেড়ে দিলেও Read more

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot