Breaking


Wednesday, March 30, 2022

বর্তমানে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা || Prof. Utpal Mandal



বর্তমানে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা || Prof. Utpal Mandal

4 comments:

  1. স্যার, আপনার আলোচনা শোনা মানেই নতুন কিছুর সন্ধান পাওয়া। শুধু তাই নয় নতুন ভাবেও যে ভাবা যায় সে বিষয়ে ভাবতে শুরু করা।
    আপনি যে ভাবে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনাকে চারটি ভাগে ভাগ করে দৃষ্টান্ত সহযোগে বর্ননা করেছেন তাতে অনেক কিছু জেনেছি ও শিখেছি।
    ১. বাংলা ভাষার অধিকারঃ

    কি সেই অধিকার ও কেন সেই অধিকার।

    ২. বাংলা ভাষার ক্ষমতাঃ
    এই ক্ষমতা কতদূর ও কি তার পরিসর।

    ৩. বর্তমান বাংলা ভাষার পরিস্থিতিঃ
    কেমন তার রূপভেদ ও পরিচর্যা।

    ৪. উত্তরণের উপায়কে আপনি এমন তাৎপর্য সহকারে বুঝিয়েছেন যেখানে ত্রিশক্তি তত্ত্বের নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
    i. আত্মশক্তি
    ii. যৌথশক্তি
    iii. চিন্তাশক্তি
    আত্মশক্তি থেকে ঘটে জাগরণ, জাগরণ পৌঁছে দেয় যৌথ শক্তির দরজা খুলতে আর সেখান থেকেই শুরু হয় চিন্তা -> যা হাঁটতে শুরু করে স্রোতের বিপরীতে আর সেখানেই পাওয়া যায় নতুন সম্ভাবনা।

    খুব ভালো লেগেছে স্যার,, খুবই প্রাসঙ্গিক আলোচনা,, শুনতে গিয়ে একটা বারের জন্যেও মনোযোগে বিগ্ন ঘটেনি।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং বিষয়টা চিন্তা ও করেছো, এটা ভালো লাগলো

      Delete
  2. খুব ভালো লাগলো স্যার

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot